সিটিজেনচার্টারঃ
** পুষ্টিকর খাবার,নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্য সম্মত পয় নিস্কাশন সম্পের্কে স্বাস্থ্য শিক্ষা প্রদান।
** সমপ্রসারিত টিকাদান কর্মসূচীর আয়তায় ০-১ বৎসরের সকল শিশুকে এবং ১৫-৪৯ বছরের সকল মহিলাকে টিকা প্রদান।
** জাতীয় যক্ষা ও কুষ্ট নিয়ন্ত্রন কর্মসূচীর আওতায় যক্ষা ও কুষ্ট রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা ও চিকিৎসা প্রদান।
** কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারীর মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান।
** মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসের কমিউনিটি স্কিল্ড্ বার্থ এ্যাটেন্ডেন্ট দ্বারা নিরাপদ প্রসব,প্রসূতিসেবা ও নবজাতক সেবা প্রদান।
** অপুষ্টিজনিত অন্ধত্ব নিবারনের জন্য ৬ মাস হইতে ৫ বৎসরের শিশুদের ভিটামিন “এ”খাওয়ানো।
** ফাইলেরিয়াসিস প্রতিরোধে ও অপুষ্টি নিবারনের জন্য ২-১২ বৎসরের সকল শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো।
** স্যানিটারী পরিদর্শক দ্বারা হোটেল রেস্তোরার প্রিমিসেস লাইসেন্স প্রদান,ভেজাল বিরোধী অভিযান পরিচালনা সহ সার্বিক স্যানিটেশন বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান।
** ডায়রিয়া সহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য শিক্ষা প্রদান।
** প্রাকৃতিক দূর্যোগ কালীন (যেমন ঃ বন্যা,ঘূর্নিঝড়,জলাবদ্ধতা ইত্যাদি) সময়ে জরুরী স্বাস্থ্য সেবা প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS